‘জন্ম-মৃত্যু তথ্য’ পোর্টাল (Janma Mrityu Tathya), কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে মনোরোগ বিভাগের নবনির্মিত ভবন, ডঃ বিসি রায় ক্যাম্পাসের (বেলেঘাটা) পেডিয়াট্রিক আইসিইউ শয্যা নবনির্মিত, তুফানগঞ্জ মানসিক হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম বর্ষপূর্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।
জন্ম-মৃত্যু তথ্য পোর্টালে (Janma Mrityu Tathya) সরকারি হাসপাতাল পুরসভা ও গ্রাম পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র অনলাইনে পাওয়া যাবে। সাধারণ নাগরিকরা এই ব্যবস্থার মাধ্যমে অনলাইনে জন্ম মৃত্যু সংক্রান্ত নথিভুক্তকরণের আবেদন করতে। সাধারণ নাগরিকের আবেদন অনুমোদিত হলে শংসাপত্র অনলাইন ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
একুশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘরের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakhsmir Bhandar) প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। ক্ষমতায় ফিরেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করে মাসে মাসে মহিলাদের ৫০০ টাকা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০ লক্ষ মহিলার হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র প্রাপ্য টাকা তুলে দিলেন। একই সঙ্গে তিনি ঘোষণা করলেন, রাজ্যের ১ কোটি ৫১ লক্ষ মহিলা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাভুক্ত হলেন। প্রতি মাসে ৫০০ টাকা করে হাতে পাবেন ঘরের মহিলারা। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন ১০০০ টাকা করে।
২০২১ সালে আজকের দিনে অর্থাৎ ৫ মে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটির উদযাপনে আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর।