‘বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না কংগ্রেস’ ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিদেশে ঘুরে মৌসুমী হওয়ার মতো রাজনীতি করা যায় না। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের দিকে নিশানা করেই এই বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়ছে না। বিদেশে ঘুরে মৌসুমী হওয়ার মতো রাজনীতি করা যায় না। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের দিকে নিশানা করেই এই বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘আমাদের লক্ষ্য দেশ এবং গণতন্ত্র বাঁচানো’, স্পষ্ট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির (Bjp) বিরুদ্ধে কংগ্রেস (Congress) লড়াই করছে না- মুম্বইয়ে (Mumbai) চলচিত্র জগৎ এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না কংগ্রেস। বিজেপিকে জিততে দিতে পারি না।”

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসই বিকল্প

অন্যান্য রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দেওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বাংলায় যদি বাম-কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে অন্য জায়গায় আমরাই বা কেন তাদের বিরুদ্ধে লড়তে পারব না? বিজেপিকে হটানোই আমার মূল লক্ষ্য।”

এরপরে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বিশেষ করে রাহুল গান্ধীর প্রতি তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, রাজনীতি করতে গেলে সারা বছর মানুষের পাশে থাকতে হয়। লড়াইয়ের ময়দানে থাকতে হয়। বছরের মধ্যে বেশিরভাগ সময় বিদেশে ঘুরে মৌসুমী হাওয়ার মতো দেশে এসে মানুষের জন্য লড়াই করা যায় না।

আরও পড়ুন-মুম্বইয়ে ওপেন করার দৌড়ে পূজারাও

তিনি বলেন, বিজেপিকে হঠাৎ একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা দরকার। কিন্তু কংগ্রেস সেভাবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামছে না। কেউ যদি না করে তাহলে তৃণমূলের কিছু করার নেই। কোনও ভাবেই বিজেপিকে জিততে দেওয়া যাবে না- স্পষ্ট বার্তা দেন মমতা।

Latest article