ইন্ডিয়া’র মুখ, যোগ্যতম মমতাই, সওয়াল কংগ্রেসের মণিশঙ্করের

Must read

প্রতিবেদন : ইন্ডিয়া’র (INDIA Alliance) নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যাকেই চাই, ইতিমধ্যেই জোরালো দাবি তুলেছে বেশ কিছু শরিকদল। তৃণমূল সুপ্রিমোকে ইন্ডিয়ার মুখ করতে সওয়াল করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার থেকে শুরু করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনার উদ্ধব শিবিরের সঞ্জয় রাউত প্রমুখ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সওয়াল উঠে এল কংগ্রেস শিবির থেকে। কংগ্রেসের মণিশঙ্কর আইয়ার দাবি করেন, ইন্ডিয়ার মুখ হিসেবে যোগ্যতম মমতা বন্দ্যোপাধ্যায়।জাতীয় রাজনীতিতে জল্পনা উসকে বর্ষীয়ান কংগ্রেস নেতা জানিয়ে দেন, কংগ্রেসকে জোটের নেতৃত্ব ছাড়তে হবে। ইন্ডিয়া জোটের (INDIA Alliance) মুখ হওয়ার যোগ্য অনেকেই রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের প্রধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কংগ্রেসের উচিত, যে বা যাঁরা চাইছেন, তাঁদের হাতে নেতৃত্বের রাশ ছেড়ে দেওয়া। মণিশঙ্কর আইয়ারের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে হাত শিবির।মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ধরাশায়ী হয়েছে বিজেপি। ২০২১-এর নির্বাচনেও বিজেপিকে গোহারান হারায় তৃণমূল। তারপর যত উপনির্বাচন হয়েছে, সর্বত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের চালে কুপোকাত হয়েছে বিজেপি। অন্যদিকে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস। তা বিজেপির সঙ্গে সম্মুখ সমরে তাদের পিছিয়ে দিয়েছে। কংগ্রেসকে নেতৃত্ব থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সওয়াল বাড়ছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর দাবি মানল রেল, গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে চলবে বিশেষ ট্রেন, রয়েছে আরও ব্যবস্থা

Latest article