২৫ এর জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাঠাচ্ছেন দলের দুই সাংসদকে২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে দিল্লিতে নির্বাচন কমিশনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাংসদ সুখেন্দু শেখর রায় ও সাংসদ দোলা সেন। মঙ্গলবার দিল্লির এক বেসরকারি হোটেলে বেলা ১১.৩০ টায় হবে এই অনুষ্ঠান। নির্বাচন কমিশনের তরফে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি যেতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের অনুষ্ঠানে পাঠাচ্ছেন দলের দুই সাংসদকে।
আরও পড়ুন – কেন্দ্রের আয়কর নোটিসকে বেআইনি বলল আদালত
প্রতি বছর ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস উদযাপন করে থাকে। এই উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যের প্রথিতযশা রাজনীতিবিদদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয় গোটা ভারতবর্ষ। দেশে প্রতিদিনই কোনো না কোনো দিবস পালিত হয়। জাতীয় ভোটার দিবস হলেই ক্ষতি কী। এও তে আসলে গণতন্ত্রেরই উদযাপন।