শিঙাড়ার লেচি বেলে, দোকানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরী করলেন পান, পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। রবিবার সেখানে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল। এরপরেই সেখানে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ পৌঁছে গিয়েছেন আগরতলা। ঘুরে দেখলেন চারদিক। বেলন-চাকিতে ময়দার লেচি বেললেন, ছুরি দিয়ে মাঝখান থেকে দু’ভাগ। শিঙাড়ার পুর ভরে কড়াইতে দেওয়ার জন্য সরঞ্জাম তৈরী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বানিয়েছেন চা। ভেজেছেন চপ, ফুলুরি। তিনি পাহাড়ে গিয়ে বানিয়েছেন মোমো। আজ শিঙাড়া ভাজার জন্য ময়দার লেচি বানানোর সাথে পাশের দোকানে গিয়ে সাজলেন পান।

আরও পড়ুন-‘বাংলা যদি আমার প্রথম ঘর হয়, তাহলে ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’ আগরতলা পৌঁছলেন মমতা-অভিষেক

সোমবার আগরতলার একটি দোকানে ঢুকে তিনি শিঙাড়ার জন্য লেচি বেললেন। পানের দোকানে ঢুকে সাজলেন পান। নিজস্ব ভঙ্গিতেই ত্রিপুরায় গিয়ে জনসংযোগ করে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার আগরতলা বিমানবন্দরে নেমে মমতা জানিয়েছিলেন, ত্রিপুরাকে তিনি আলাদা ভাবে দেখেন না। আগরতলায় এক দোকানে ঢুকে শিঙাড়ার জন্য ময়দার লেচি বেললেন। পাশেই একটি পানের দোকানে ঢুকে পান তৈরির চেষ্টা করলেন। সাজলেন পান। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-শুরু হল সড়ক সুরক্ষা ও জীবন রক্ষায় হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের পথ নিরাপত্তা সপ্তাহ

প্রসঙ্গত আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। রবিবার সেখানে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল। এরপরেই সেখানে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article