নেপালি সঙ্গীত শিল্পী কুমার সুব্বা র প্রয়াণে শোকপ্রকাশ মমতার

Must read

প্রয়াত সঙ্গীতশিল্পী কুমার সুব্বা। শনিবার রাতে ৭৮ বছর বয়সে তিনি শিলিগুড়ির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেপালি গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি প্রখ্যাত নেপালি গায়ক কুমার সুব্বার মৃত্যুর সংবাদ পেয়েছি। অত্যন্ত প্রতিভাবান শিল্পী লেবং, দার্জিলিং-এর বাসিন্দা এবং তিনি গতকাল রাতে শিলিগুড়ির একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। কুমার সুব্বা নেপালি চলচ্চিত্র, থিয়েটার এবং অল ইন্ডিয়া রেডিওর জন্য গান গেয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের গান ও নাটক ইউনিট থেকে অবসর নিয়েছিলেন।”

আরও পড়ুন – এভাবেও পাশে থাকা যায় দেখিয়ে দিল যুব তৃণমূল 

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “তার আকস্মিক প্রয়াণ নেপালি সাংস্কৃতিক জগতের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও অপূরণীয় ক্ষতি। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘সঙ্গীত সম্মান’ প্রদান করে।”

কুমার সুব্বার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article