প্রতিবেদন : ভবানীপুর উপনির্বাচনে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শুধু সময়ের অপেক্ষা। হাওয়া বুঝে বিরোধী বিজেপি ও বাম প্রার্থী ভোটের ময়দান থেকে হঠাৎ “নিখোঁজ”! কিন্তু আত্মতুষ্টির কোনও জায়গা নেই। জিতে গেছি ভেবে নিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা যাবে না। তাই ইভিএম পরীক্ষা থেকে গোটা ভোটপর্ব, গণনা শেষ না হওয়া পর্যন্ত বুথে বুথে স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এমন নির্দেশ দিয়েছেন।
৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন সহ রাজ্যের আরও দুই কেন্দ্রে ভোট গ্রহণ। ৩ অক্টোবর গণনা। তার আগে মঙ্গলবার শুরু হচ্ছে ‘’মক পোল’’। অর্থাৎ ইভিএম পরীক্ষা। এই পর্ব থেকেই কড়া নজরদারি এবং সতর্কতা বজায় রাখার নির্দেশ দলের কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন :ভয়ে প্রার্থী দেয়নি বিজেপিঃ পার্থ চট্টোপাধ্যায়
বিজেপি যাতে কোনও অশান্তি তৈরি করতে না পারে। নজর রাখতে হবে সেদিকে সকলকে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইভিএম পরীক্ষার কাজ। প্রতিটি ইভিএম খুব ভালোভাবে পরীক্ষা ও সিল করার ব্যাপারে ভোটের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন দলনেত্রী। ভবানীপুর উপনির্বাচনের দায়িত্বে থাকা তৃণমূল নেতাদের বক্তব্য, “মক পোল” সংক্রান্ত বিষয়টি গুরুত্বপূর্ণ। সবসময় সচেতন থাকতে হবে। অন্য কোনও কৌশল যদি বিজেপি নেওয়ার চেষ্টা করে, ভবানীপুরে তা সফল হবে না। তবে যতক্ষণ ইভিএম পরীক্ষা হবে, ততক্ষণই সজাগ দৃষ্টি রাখা হবে। মক পোলে বিজেপি যাতে কারসাজি করতে না পারে, দেখতে হবে সেটাও। নন্দীগ্রামে তিক্ত অভিজ্ঞতার স্মৃতি এখনও টাটকা। তাই ষড়যন্ত্রের জবাব দিয়ে নেত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে তাই এই কয়েকটি দিন ভবানীপুরে মাটি কামড়ে পড়ে থাকবেন তৃণমূলের সকল স্তরের নেতৃত্ব।