পহেলগাওঁয়ে জঙ্গি হামলা: শহিদদের পরিবারকে নিয়ে মঞ্চে দলনেত্রী, দিলেন আর্থিক সাহায্য

Must read

২১ জুলাই ধর্মতলায় শহিদ-সমাবেশে পহেলগাওঁয়ে জঙ্গি হামলায় শহিদ পরিবারকে সঙ্গে নিয়ে সভামঞ্চে পৌঁছন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নদিয়ার তেহট্টের নিহত সেনা ঝন্টু আলি শেখের বাবা এবং পহেলগাওঁয়ে জঙ্গি হামলায় হত বিতান অধিকারীর বাবা-মাকে মঞ্চে নিয়ে এসে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- লক্ষ্য ছাব্বিশের নির্বাচন বললেন সুব্রত! বাঙালিদের অপমানের জবাব দিতে হবে ভোটে: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন,”তৃণমূল কংগ্রেসের কর্মীদের ১ টাকা করে দেওয়া আর্থিক সাহায্যের ১ লক্ষ টাকা করে শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।” সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরে চোখের জল ফেলছিলেন বিতান অধিকারীর মা। ঝন্টুর বাবাও কেঁদে ভাসালেন শহিদ হওয়া ছেলের জন্য। পহলগাঁওয়ের জঙ্গি হামলার পরে উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে শহিদ হন ঝন্টু আলি শেখ।

Latest article