বন্দি-মুক্তির তালিকায় ধর্ষণকাণ্ডের আসামীর নাম না রাখার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ইতিমধ্যে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানান উন্নাওয়ের নির্যাতিতা।

Must read

ধর্ষকদের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বন্দি-মুক্তির তালিকায় ধর্ষণকাণ্ডের আসামীর নাম না রাখার নির্দেশ দিলেন মমতা (Mamata Banerjee)। কিছুদিন আগেই উন্নাও ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি (BJP) বিধায়ক কুলদীপ সেঙ্গারকে প্যারোলে মুক্তি দিয়েছে দিল্লি হাই কোর্ট। এই ঘটনার জেরে সোমবার, নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের সরকার চালাকি করে এসব করছে।

আরও পড়ুন-আগামিকাল ফের মেঘালয় যাচ্ছেন অভিষেক, প্রকাশ করবেন ইস্তেহার

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “শুনেছি উন্নাও কাণ্ডের অভিযুক্ত প্যারোলে ছাড়া পেয়েছে। একবার ক্রস চেক করে নেব!“ এরপরেই ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র চালাকি করেছে। ৬০ বছরের বেশি বয়সী যে সব কয়েদি রয়েছে তাদের মুক্তি দিতে বলেছে। আমরাও ৪০০-৫০০ জনকে মুক্তি দিয়েছি। কিন্তু আমার কাছে ফাইল আসার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করেছি এর মধ্যে রেপিস্ট কেউ আছে কিনা।“ মুখ্যমন্ত্রীকে জানানো হয়, এইরকম চারটে কেস রয়েছে। যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তাদের নাম বাদ দিয়ে দিয়েছেন। মমতা সাফ জানান, “আমি খুব জেদি। একবার না মানে না-ই।“

আরও পড়ুন-নেতাজির জন্মদিবসে প্রকাশের পরেই হিট মুখ্যমন্ত্রীর লেখা দেশাত্মবোধক গানের সংকলন

ইতিমধ্যে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানান উন্নাওয়ের নির্যাতিতা। কুলদীপ প্যারোলে মুক্তি পেলে সাক্ষীদের ভয় দেখাবে, প্রভাব খাটানোর চেষ্টা করবে- আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে নিজের প্রাণ সংশয়ের কথাও জানিয়েছেন নির্যাতিতা। কয়েক মাস আগে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি নিয়েও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিলকিসের ধর্ষকদের মুক্তির প্রতিবাদে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজাদের চব্বিশ ঘণ্টা অবস্থান করারও নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন, ফের নারীদের মর্যাদা ও সুরক্ষার ক্ষেত্রে তিনি কোনও আপস করবেন না বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Latest article