প্রতিবেদন : দুর্গাপুজোর চতুর্থীতেও মণ্ডপ থেকে মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক পুজো উদ্বোধন। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর দিয়ে শুরু করেন তিনি। ভবানীপুর শীতলা মন্দির, ভবানীপুর ৭৫ পল্লির পুজোর উদ্বোধন করেন। ৭৫ পল্লির পুজো এবার ৫৭ বছরে পড়ল। পুজোর থিম পুরুলিয়ার গ্রাম, ছৌ নাচ। সেখানে গিয়ে ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : “ভাগ্যিস সময়মতো দিদির স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড করিয়ে নিয়েছিলাম”
এরপর ভবানীপুর কোলাহল, বকুলবাগান, দক্ষিণ কলকাতা সর্বজনীনের মতো বড় পুজোগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় সব জায়গাতেই মুখ্যমন্ত্রী মানুষকে সতর্ক হয়ে উৎসব পালন করার পরামর্শ দেন। এছাড়াও আলিপুর সর্বজনীন, পদ্মপুকুরের পুজো উদ্বোধন করেন। শনিবার মুখ্যমন্ত্রী ট্যুইটারে রাজ্যবাসীকে চতুর্থীর শুভেচ্ছা জানান। লেখেন, ‘শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।’ বলেন, জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর। তিনি আরও বেশ কিছু মণ্ডপে সশরীরে হাজির হয়ে উদ্বোধন করেন। তার মধ্যে রয়েছে অবসর, গোলমঠ, বাটাম ক্লাব, চক্রবেড়িয়া সর্বজনীনের মতো পুজোমণ্ডপগুলি।