ভগৎ সিংহ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন একজন প্রভাবশালী বিপ্লবী। এছাড়া তিনি ছিলেন এক জাতীয়তাবাদি।
আরও পড়ুন-কাশ্মীর নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি
২২ মার্চ রাতের মধ্যে ব্রিটিশ সরকার ভারতের তিন সন্তান ভগত সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়ার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছিল। এই তিন তরুণ স্বপ্ন দেখেছিলেন দেশকে বিটিশ শাসন থেকে মুক্ত করার। সেই রাতে এই তিনজনের পরিবার না, সমগ্র দেশবাসীর জন্য স্মরণীয় হয়ে রয়েছে আজও । কিন্তু জানা যায় ২৩ মার্চ তাঁদের নির্ধারিত সময়ের ১১ ঘণ্টা আগে তাঁদের ফাঁসি দেওয়া হয়।
আরও পড়ুন-দিল্লিতে ১ পুরসভাই
এদিন তাঁর মৃত্যুদিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।