রাজনীতির ময়দানে প্রথম থেকেই লড়াকু নেত্রী হিসেবে পরিচিত। কিন্তু তাই বলে পিছিয়ে নেই তার সাহিত্যচর্চা। তিনি ভালবাসেন গান। তিনি আর কেউ নন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান রচনা থেকে সুর করা এমনকী গাইতেও পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গানে গানে রবীন্দ্রজয়ন্তীতে (Rabindra Jayanti) দিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-নরেন্দ্র মোদিকে ফের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নিশানা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
সোমবার ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্র সদনে কবি স্মরণের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) গাওয়া “দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে” গানের সঙ্গে গলা মেলান মুখ্যমন্ত্রী। তাঁকে গান শোনানোর আবেদন জানান ইন্দ্রনীল। সেই আবদার মেনেই গলা মিলিয়ে পুরো গানটাই গান মমতা। যেকোনও সময়ই রবীন্দ্র-গান, কবিতা চর্চা করেন মুখ্যমন্ত্রী। অনেক কবিতা-গানই তাঁর কণ্ঠস্থ।