হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন।
আরও পড়ুন-মা সারদা আসলে কেমন ছিলেন?
সমাজ সংস্কার বিষয়ে তিনি প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে গিয়েছিলেন আর ঠিক এই কারণেই যাওয়ায় হিন্দু কলেজের শিক্ষক পদ থেকে ডিরোজিয়োকে অপসারণ করার প্রস্তাব রাখা হয়। এই প্রস্তাব ৬-১ ভোটে অনুমোদিত হয়। বহিষ্কৃত হওয়ার পরে ডিরোজিয়ো মারাত্মক রকম অর্থকষ্টে পড়েন। ১৮৩১ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর তিনি কলেরায় আক্রান্ত হয় এবং অবশেষে তার মৃত্যু হয়।
এদিন তাঁর মৃত্যুদিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।