মা সারদার জন্মতিথিতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

শ্রীশ্রীমা নামে তিনি নিজের ভক্তগণের মধ্যে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য।

Must read

মা সারদা (Maa Sarada) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনাসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। শ্রীশ্রীমা নামে তিনি নিজের ভক্তগণের মধ্যে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য।

জয়রামবাটী গ্রামে সারদা দেবীর জন্ম। তার বিয়ের আগে নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়। মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সাথে তার বিবাহ হয়। তবে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর বাকি জীবন সারদা দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে।

আরও পড়ুন-হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়োর মৃত্যুদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

আজ তার জন্মতিথিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তার প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন।

Latest article