তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন। ভ্যাকসিন তার মধ্যে অন্যতম। এদিন টিকা সসংক্রান্ত বিষয় নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ‘টিকার শংসাপত্রে নরেন্দ্র মোদীর ছবি লাগানো হচ্ছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের শংসাপত্রেও কি আপনার ছবি দেওয়া থাকবে? রাজ্য যখন টিকা কিনছিল, তখন আমার ছবি দিচ্ছিল, আমি বারণ করেছি। টিকার শংসাপত্রে জাতীয় পতাকার ছবি দেওয়া হোক। জাতীয় পতাকার থেকে বড় কিছু হতে পারে না।’
আরও পড়ুন- ‘কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে? তোমার সিআইএসএফ কি করছিল?’ তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
তিনি বলেন, ‘পিএম কেয়ার্সে কী করে টাকা আসে, জানতে চাই। সংসদ ভবন বানানোর টাকা আছে, অথচ ভ্যাকসিনের টাকা নেই| ডিজেল-পেট্রোল-গ্যাসের দাম এত বাড়িয়েছেন, টাকা কোথায় গেল?’
এদিন প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমায় তো অনেকবার খুনের চেষ্টা করা হয়েছে। সিপিআইএম আমলে হয়েছে। বিজেপিও করেছে। ভোটের আগে নন্দীগ্রামেও খুনের চেষ্টা করেছে। তখন যে আঘাত লেগেছিল, তা এখনও পুরো ঠিক হয়নি। অসমে খেলা হবে, ত্রিপুরায় খেলা হবে। ২০২৪ সালে দিল্লিতেও খেলা হবে। আমরা মৃত্যু বরণের জন্য তৈরি, কিন্তু বিজেপির কাছে দেশ বিক্রি করতে দেব না।’
তিনি জানালেন, ‘আমরা বছরে ৫০০ জনকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের উন্নয়নের কাজে নেওয়া হবে। তাঁদের ফিল্ডে পাঠানো হবে। তাঁদের শংসাপত্র দেওয়া হবে। যা চাকরি জীবনে কাজে লাগবে।’
তিনি বললেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে নরেন্দ্র মোদী সরকার। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে মুখ্যমন্ত্রীদের কনফারেন্স ডাকতে পারি। উদ্ধব ঠাকরে এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিহিংসা চালানো হচ্ছে।