ঠাকুরনগরে দলনেত্রীর SIR-মিছিলে উপচে পড়া ভিড়! বাঙালির বঞ্চনা-অপমানের প্রতিবাদের ছবি

Must read

বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রতিবাদে (SIR_TMC Rally) মতুয়াগড় ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় ত্রিকোণ পার্কে জনসভা করে ঠাকুরনগরে মিছিল করলেন তিনি। মিছিলে মানুষের ঢল, বাঁধভাঙা উচ্ছাস। পদযাত্রা শেষ করে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

চাঁদপাড়া থেকে পদযাত্রা (SIR_TMC Rally) মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন মমতাবালা ঠাকুর এবং কনিষ্ঠতম বিধায়ক মধুপর্ণা। সঙ্গে ছিলেন সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক। এই মিছিল ছিল প্রায় তিন কিলোমিটার। এই পদযাত্রায় মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে গোটা পথের দু’ধারে দড়ির বেড়া করেছিল পুলিশ। এসআইআর বিরোধী এই মিছিলেই ছিল বাংলার মনীষীদের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ-সহ অন্যান্য মণীষীদের ছবি নিয়ে হাঁটতে দেখাগেল কর্মী সমর্থকদের। পাশাপাশি দলনেত্রীর ছবি গলায় ঝুলিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী সমর্থকেরা দীর্ঘ মিছিল করে জমায়েত হতে দেখাযায় চাঁদপাড়া বাজারের পদযাত্রা শুরুর জায়গায়।

আরও পড়ুন-আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব: হুঙ্কার দলনেত্রীর

এসআইআর বিরোধী মিছিলেও ফুটে উঠল বাংলা বাঙালির বঞ্চনা ও অপমানের প্রতিবাদের ছবি। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলাভাষায় কথা বলায় বাঙালিদের উপর অত্যাচার সংগঠিত হয়েছিল তার প্রতিবাদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকার ও তাদের নেতা মন্ত্রীরা একের পর এক বাংলার মনীষী নিয়ে কটু কথা বলেছেন তাতে বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং বাঙালি ভাবাবেগে আঘাত করেছিল। তারই প্রতিফলন দেখা গেল এদিনের পদযাত্রায় ও মিছিলে। বাংলার মনীষীদের ছবি নিয়ে মিছিলে হেঁটে বাংলার মানুষ আদপে বিজেপিকে ধিক্কার জানানোর পাশাপাশি কড়া বার্তা দিল দিল্লির বিজেপিকে।

Latest article