প্রতিবেদন : বিবিসির (BBC) দফতরে আয়কর হানাকে প্রতিহিংসার রাজনীতি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে হিটলার-চেসেস্কুর সঙ্গে তুলনা করে ধুয়ে দিলেন তিনি। তিনি বলেন, ক্ষমতায় থাকলে যা খুশি করা যায় না। এরা বিচারব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করেছে। কিন্তু একমাত্র বিচারবিভাগই আমাদের বাঁচাতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র নিয়ে বিতর্কের মাঝেই বিবিসির দিল্লি, মুম্বইয়ের অফিসে হানা দেয় আয়কর দফতর। তার প্রতিবাদে সরব গোটা দেশ। বাংলার মুখ্যমন্ত্রীও এর তীব্র প্রতিবাদ করলেন। কেন সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে? তারা সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণ করছে। মনে হচ্ছে, দেশে যেন কোনও মিডিয়া থাকবে না! তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
আরও পড়ুন-ত্রিপুরায় ৬০ আসনে চলছে ভোটগ্রহণ পর্ব
মুখ্যমন্ত্রী বলেন, এই আয়কর হানা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমনকী গতকাল পার্লামেন্টে ইউনিফর্ম সিভিল কোড বিল প্রোডিউস করা হয়। এক্ষেত্রে আমি মনে করি আমার কাছে সমস্ত ধর্ম ও জাতির সমান গুরুত্ব, তাই অবশ্যই সবাইকে নিয়েই আলোচনা করা উচিত। শুধুমাত্র কেন্দ্রীয় শাসকদল নিজেদের মতো করে একটি বিল পাস করিয়ে নেওয়া আমি অনৈতিক বলেই মনে করি। আমি আমার মাতৃভূমিকে ভালবাসি। আগামী দিনে দেশে জি-টোয়েন্টির সমাবেশ বসতে চলেছে। আমি জানি না কেন ওরা এরকম করছেন। আমি ক্ষমতায় আছি বলে আমার যেটা ইচ্ছা আমি সেটা করতে পারি না। এ-বিষয়ে সুব্রহ্মণ্যম স্বামী একটি ট্যুইট করেছেন এবং অত্যন্ত মারাত্মক একটি অভিযোগ এনেছেন। দেশের গণমাধ্যমকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এমনকী, শুধু তা-ই নয়, কোনও সংবাদমাধ্যম যদি এদের বিরুদ্ধে কিছু কথা বলে তাহলে সেই সংবাদমাধ্যমের পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই। বিবিসির প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে। কিছু কিছু ক্ষেত্রে নীরবতাই একমাত্র অস্ত্র বলে আমি মনে করি।