SKOCH Award: ‘বাংলার জন্য গর্বের মুহূর্ত!’ বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের স্কুল শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতর স্কচ (SKOCH Award) গোল্ডেন অ্যাওয়ার্ড পেল। যা নিয়ে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Must read

রাজ্যের স্কুল শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতর স্কচ (SKOCH Award) গোল্ডেন অ্যাওয়ার্ড পেল। যা নিয়ে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি ট্যুইট করে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের জন্য গর্বের মুহূর্ত! স্কুল শিক্ষা দফতর এবং  উচ্চ শিক্ষা দফতর – উভয়ই SKOCH GOLD পুরস্কার পেয়েছে। এই অসাধারণ কৃতিত্বের জন্য সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন!”

 

পশ্চিমবঙ্গের (West Bengal) স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দুটি বিভাগই এবার স্কচ গোল্ডেন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এরপরই মুখ্যমন্ত্রী টুইট (Tweet) করে জানান, রাজ্যের পর্যটন দফতরও স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

আরও পড়ুন: Children’s Day: শিশু দিবসে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

রাজ্যের শিক্ষা দফতর ও পর্যটন দফতরের গোল্ডেন স্কচ পুরস্কার প্রাপ্তির পর স্কচ সিলভার পুরস্কার এবার বন দফতরের। তিনমাসের মধ্যে পশ্চিমবঙ্গের মোট আটটি দফতর স্কচ পুরস্কার পেল। এবার চারটির মধ্যে তিনটি গোল্ড ও একটি সিলভার। এর আগে চারটির মধ্যে একটি প্লাটিনাম, একটি গোল্ড ও দুটি সিলভার ছিল।

Latest article