চারশো পার এবারের মত অলীক কল্পনা ছাড়া কিছুই না। সংখ্যাগরিষ্ঠতা তো দূর, জোট বেঁধে সরকার গড়েছে গেরুয়া শিবির। কিন্তু কেন্দ্রের এই এনডিএ-সরকার যে ক্ষণস্থায়ী- সেটা প্রথম থেকেই জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে INDIA -র জোট সঙ্গী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পাশে বসিয়ে ফের একই বার্তা দিলেন মমতা। বলেন, “দিল্লিতে ভয় দেখিয়ে সরকার তৈরি হয়েছে। এই সরকার বেশিদিন চলবে না, পড়ে যাবে।“
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপির ইস্তফা দেওয়া উচিত ছিল। দিল্লির সরকারের আয়ু বেশিদিন নয়। নির্বাচন কমিশন একতরফা আচরণ করেছে। এজেন্সি দিয়ে ধমকানো-চমকানো হয়েছে। এতকিছুর পরেও আমরা লোকসভা ও বিধানসভায় জিতেছি।“
আরও পড়ুন-প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচলে মৃত বেড়ে ৪০, কেদারনাথে ভূমিধসে প্রাণহানি ৩ জনের
এদিন মঞ্চ থেকে বাংলায় বিজেপি, সিপিএম, কংগ্রেস একতিরে বেঁধেন তৃণমূল সভানেত্রী। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলা কংগ্রেসের সঙ্গে জোট হয়নি তৃণমূলের৷ তবে, সিপিএমের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চ থেকে বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসকে নিশানা করে মমতা বলেন, বাংলায় তিনটি দলের সঙ্গে লড়েই বিপুল জয় পেয়েছে তৃণমূল৷
এ দিন বক্তব্য রাখতে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মানুষকে আমি স্যালুট জানাই৷ এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন৷ বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি৷ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে৷“
আরও পড়ুন-অসহায়রা কড়া নাড়লে দরজা খোলা আছে, বাংলাদেশ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
এর পরেই অখিলেশ যাদবের বক্তব্যকে সমর্থন জানিয়ে মমতা বলেন, “দিল্লিতে যে সরকার এজেন্সি, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিয়ে ক্ষমতায় এসেছে, সেই সরকার স্থায়ী নয়৷ যে কোনও দিন পড়ে যাবে৷“
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…