অরিজিৎ সিংয়ের পাশে মুখ্যমন্ত্রী, হাসপাতাল তৈরি হবে মুর্শিদাবাদে

Must read

সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Arijit Singh)। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরিজিৎ, আর সেই কাজেই শিল্পীকে রাজ্য সরকারের তরফে সমস্তরকম সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অরিজিতের কাজের স্বপ্নকে বাস্তবায়িত করার কথা মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পাটনা যাওয়ার পথে উল্টে গেল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি, আহত একাধিক

সোমবার প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee- Arijit Singh) বলেন, “আমাদের সকলের প্রিয় অরিজিৎ মুর্শিদাবাদ জেলারই ছেলে। খুব ভাল গান করেন। আজকে তিনি গোটা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছেন, দিদি আমি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে করা হবে। যদি জঙ্গিপুরেও তুমি সেটা করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওঁর কোনও অহঙ্কার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহঙ্কার, ওঁর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা ওর পাশে থেকে সহযোগিতা করব।” অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এদিনও বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন অরিজিৎ সিং। উদ্বোধনী মঞ্চে শাহরুখ খান অভিনীত সিনেমার জনপ্রিয় গান “রং দে তু মোহে গেরুয়া” দু’কলি গেয়ে শোনান অরিজিৎ। যা নিয়ে নোংরা রাজনীতি করেছিল বিজেপি। এদিন অরিজিৎ-এর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির জন্য সমস্ত রকমের সহযোগিতার ঘোষণা করে গেরুয়া শিবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest article