আজ বুধবার বেলা ১২ টা নাগাদ ধরনা মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, জ্যোৎস্না মান্ডি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা প্রমুখ।৩০ ঘন্টা চলবে এই ধরনা কর্মসূচি। ৩০ তারিখ সন্ধ্যা ৭টা পর্যন্ত ধরনা চলবে।
আরও পড়ুন-কর্ণাটকে ভোটগ্রহণ হবে ১০ মে, ফলপ্রকাশ ১৩ মে
এদিন তিনি ধরনা মঞ্চ থেকেই বলেন, ‘আমার দুটি পদ রয়েছে। একদিকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের মানুষ বঞ্চিত হলে আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে আমার আরও একটি পদ হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। এই তৃণমূল কংগ্রেসের সরকারই রয়েছে রাজ্যে। তাই আজ প্রোগ্রামটা সরকারের তরফে না করে দলের তরফে করছি।’
আরও পড়ুন-‘মুখ্যমন্ত্রী’ হিসাবে রেড রোডে ধরনা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার সকাল থেকেই ধরনা মঞ্চে থাকা তৃণমূলের লোগো নিয়ে প্রশ্ন তোলে অনেকেই। মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে কেন দলের লোগো? এই নিয়ে মমতা জানান, সরকারের তরফ থেকে নয়, ধরনা হচ্ছে তৃণমূলের তরফ থেকেই।