দলের সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিলেন নেত্রী, সমাজসেবাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য

Must read

প্রতিবেদন : ক্ষমতা নয়, সমাজসেবাই তৃণমূল কংগ্রেসের ধর্ম ও লক্ষ্য। মানুষের পাশে থেকে তাদের সাহায্য করাই উদ্দেশ্য। দলের প্রতিষ্ঠা দিবসে সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২৭ পেরিয়ে এখন ২৮-এ তৃণমূল। এই দিনটি স্মরণ করে দলের সৈনিকদের উদ্দেশে তিনি লিখেছেন, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য লড়াই করতে হবে। মনে রাখতে হবে দলের আসল সারবত্তা লুকিয়ে রয়েছে মা-মাটি-মানুষকে ঘিরে। এই দিনটিতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে স্মরণ করিয়েছেন কর্তব্যও। সেইসঙ্গে লিখেছন, ‘রশ্মি চাঁদ সে হোতি হ্যায়, সিতারো সে নেহি। মহব্বত তৃণমূল কংগ্রেস সে হোতি হ্যায়, অউর কিসি সে নেহি।’

আরও পড়ুন- শহর ছাড়িয়ে এবার জেলায় সঙ্গীতমেলা, বাড়ল দিন, গান লিখলেন মুখ্যমন্ত্রী, গাইলেন ইন্দ্রনীল

দলের প্রতিষ্ঠা দিবসের দিনটি রাজ্য জুড়ে মহাসমারোহে পলিত হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছার সঙ্গে রাজ্যবাসীকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিন তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তপসিয়ার পুরনো তৃণমূল ভবনের সামনেও পতাকা উত্তোলন হয়। সেখানে ছিলেন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ দলের বিভিন্ন নেতা-নেত্রীরা তাঁদের এলাকায় দলের প্রতিষ্ঠা দিবসের নানা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কোথাও কেক কাটা হয়, কোথাও বস্ত্রবিতরণ হয় আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সকাল গড়িয়ে বিকেল এবং সন্ধেতেও একাধিক অনুষ্ঠানে মাতোয়ারা সকলে।

Latest article