বিরসা মুন্ডা (Birsa Munda) জন্মগ্রহণ করেছিলেন ১৫ নভেম্বর ১৮৭৫। তিনি ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারের বিরুদ্ধে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন।
আরও পড়ুন-Birsa Munda: বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
সেই নিরিখে বলা যায় বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন। বিদ্রোহের পরে বিরসাসহ তার প্রচুর সঙ্গী গ্রেপ্তার হন। বিচারে তার ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগের দিন রাঁচি জেলে খাদ্যে বিষ প্রয়োগের ফলে বিরসার মৃত্যু হয়।
আজ তাঁর জন্মদিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।