বঙ্গ

বাংলায় বেশি জিতবেন? তবে কি ইউপি-বিহারে হারছেন: নেত্রী

প্রতিবেদন : হাওয়া ঘুরে গিয়েছে। সেই হাওয়া আরও স্পষ্ট হয়ে গিয়েছে আজ। প্রধানমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। মোদিবাবু বলেছেন, বাংলায় বিজেপি উত্তরপ্রদেশ ও বিহারের থেকে বেশি আসনে জিতবে। তাহলে কি উত্তরপ্রদেশে ও বিহারে আপনি হারছেন? বুধবার ডায়মন্ড হারবারের প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়াবুরুজের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই প্রশ্নই ছুঁড়ে দিলেন। সেই সঙ্গে তাঁর সংযোজন, উত্তরপ্রদেশ ও বিহারে যদি হারেন, বাংলায় আপনি সব সিটে জিতলেও কি সরকার তৈরি করতে পারবেন? পারবেন না। মমতা বন্দ্য্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, মোদিবাবুদের কথাতেই স্পষ্ট বিজেপি এবার জিতছে না। একই আভাস মিলেছে মুম্বইয়ের শেয়ার বাজারে। সেখানে ইন্ডিয়াকে ৩৪৮ দিয়েছে। তাহলেই বুঝুন বিজেপি কত আসন পাবে। বিজেপি আর আসছে না। মোদিবাবুও আর প্রধানমন্ত্রী হচ্ছেন না। দেশ আর এমন অহঙ্কারী নেতা চায় না।। দেশের নেতা হওয়া দরকার গান্ধীজি-নেতাজির মতো। দেশের নেতা হবেন তিনি, যিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলবেন। কিন্তু মোদিবাবু নেতা হয়েছেন টাকার জোরে। তাঁর কথায়, এমন মিথ্যাবাদী নেতা আমি দেখিনি। কাকদ্বীপে গিয়ে বলেছেন, বাঁধের টাকা দিয়েছেন। আগে বলেছিলেন, আবাসের টাকা দিয়েছেন। একটা টাকা দেননি, চ্যালেঞ্জ দিচ্ছি। রাস্তার টাকাও দেননি, একশো দিনের টাকাও দেননি। আমরা টাকা দিয়েছি গরিব শ্রমিকদের। আমরা কর্মশ্রীও চালু করেছি।

আরও পড়ুন-স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে অভিযোগ ওড়াল পুলিশ

মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আবার বলছেন বাংলায় কিছু কাজ হয়নি। লজ্জা বলে কিছু নেই! আপনারও নেই, আপনার পার্টিরও নেই। এমন মিথ্যাবাদী প্রধানমন্ত্রীর দ্বারা দেশ চালানো সম্ভব নয়। আজ দেশে সব বিক্রি করে দিয়েছেন। রেল, সেল, সংবিধান, মানবিকতা, সব বিক্রি হয়ে গিয়েছে। দেশ বিক্রি করে দিয়েছেন আর ভেদাভেদ তৈরি করেছেন। শুধু ভোটের সময় আসেন, আর বসন্তের কোকিলের মতো উড়ে চলে যান।
তিনি বলেন, বিজেপির থেকে বড় চোর আর নেই। তাঁর প্রশ্ন, পিএম কেয়ারের টাকা কোথায় গেল? নোটবন্দির কালো টাকা কোথায় গেল? এই যে কাশীপুর গানসেল ফ্যক্টরিতে এখন আর কাজ হয় না, সব চলে গিয়েছে বিদেশে। আবার বলছেন, বায়োলজিক্যাল বর্ন নই! উনি নাকি দেবতা। জগন্নাথদেবও ওনাকে গুরু মানেন। আসুন না মোদিবাবু, আপনার মন্দির তৈরি করে দিচ্ছি।
তিনি এদিন স্পষ্ট করে দেন, তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম-কংগ্রেসের সঙ্গে বাংলায় কোনও অ্যাডজাস্ট করবে না। সিপিএম-কংগ্রেস-বিজেপি যতদিন বাংলার গাঁটবন্ধন থাকবে, ততদিন কোনও সম্পর্ক নেই সিপিএম-কংগ্রেসের সঙ্গে। আমি আজও একটা তথ্য দিচ্ছি, ক্রস চেক করে নিন। খবর পেয়েছি, দমদমে সিপিএম ঠিক করেছে তারা এমপি ভোটটা বিজেপিকে দেবে, আর বরানগরে উপনির্বাচনের ভোট বিজেপি সিপিএমকে দেবে। বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম। এরপরই তাঁর হুঙ্কার, ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে যদি উপড়ে ফেলতে পারি, তাহলে বিজেপিকেও উপড়ে ফেলতে পারব। আমরা দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে আছি। ইন্ডিয়াতে বাংলাই লিড করবে। বাংলাই সমর্থন দেবে। বাংলার কাজ আমরা করে নেব। দেশবাসীর দুঃখ ঘোচাতে তাদের জন্য কাজ করে যাব আমরাই। এরপর এজেন্সি রাজ নিয়ে সরব হয়ে বলেন, কত গ্রেফতার করবে? আমাকে ও অভিষেককে গ্রেফতার করবে? কত কারাগার আছে, গ্রেফতার করো।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago