রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কেন্দ্র। সকালে একরকম বলছে, রাতে আর একরকম বলছে। মৃতের সংখ্যা আমাদের কাছে বাড়ছে। ওদের কমছে। ডাল মে কুছ কালা হ্যায়। সত্যিটা সামনে আসুক। রবিবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসায় গাফিলতি এবং ক্ষতিপূরণ নিয়েও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মৃত্যু নিয়ে কেন্দ্রের রাজনীতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। রেলযাত্রীদের সুরক্ষার জন্য কেন্দ্র যে কিছুই করছে না তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি রেলমন্ত্রী থাকার সময় যাত্রী সুরক্ষায় যেসব ব্যবস্থা নিয়েছিলেন তার উল্লেখ করে মন্তব্য করেন, এরফলে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে গিয়েছিল। ৪০০ প্রহরীবিহীন লেভেল ক্রসিংকে সুরক্ষিত করা হয়েছে তিনি রেলমন্ত্রী থাকার সময়। ব্যবস্থা করা হয়েছিল অ্যান্টি কলিশন ডিভাইসের। এখন ওরা কিছুই করছে না। সিগনালিংয়ের ব্যবস্থায় নজর দিচ্ছে না। শুধুই বিভ্রান্তি ছড়াচ্ছে।
আরও পড়ুন- নিখোঁজের বাড়িতে গেলেন উদয়নরা