বঙ্গ

একজনের হাতে রক্ত অন্যজন দেশের লজ্জা: একতিরে ২ বিজেপি প্রার্থীকে বিঁধলেন মমতা

প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। কলঙ্কিতদের প্রার্থী করছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় দলীয় প্রার্থী জগদীশ রায় বাসুনিয়ার প্রচার সভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় (Mamata Banerjee)। একতিরে বিঁধলেন ২ বিজেপি প্রার্থী- কোচবিহারের নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) ও বীরভূমের দেবাশিস ধরকে (Debashish Dhar)। মমতার কথায়, একজনের হাতে শীতলকুচির রক্ত। অন্যজন “তৃণমূলের আপদ ছিল, এখন বিজেপির সম্পদ হয়েছে”। দলীয় প্রার্থী জগদীশ রায় বাসুনিয়াকে ‘হিরে’ বলে উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো।

মিনি টর্নেডো বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে রবিবার মধ্যরাত থেকে উত্তরবঙ্গেই রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার, তাঁর পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি ছিল মাথাভাঙায়। সেই মতো দলীয় প্রার্থী জগদীশ বাসুনিয়ার সমর্থনে প্রচার সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই কোচবিচারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নাম না করে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, “এখানে একজন বাবু আছে। আমাদের দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ছিল আপদ। বিজেপির সম্পদ হয়ে গিয়েছি। আমি শুনেছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপি পরে বেড়ায়। আমি ভিডিয়োটা চেয়েছি। আজ নাকি তুমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী!! লজ্জা, লজ্জা, লজ্জা। দেশের গণতন্ত্র কলঙ্কিত হয়েছে।“

এরপরেই আরেক বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবশিস ধরকে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস। তীব্র আক্রমণ করে মমতা ববেন, “একটা পার্টির দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। আমি জানি না, যে কেন্দ্রের সরকার কোনও সংবিধান মানে কি না।“ এর পরেই ২০২১-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে ভোটের লাইনে গুলিচালনা ও প্রাণহানির প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, “ভুলে গিয়েছেন নির্বাচনের সময় শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছিল। তাঁদের মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের। একজন রাজবংশী। যে লোকটির নির্দেশে হয়েছিল তাঁর বিরুদ্ধে সরকারের দুটি ডিপি চলছে।ভিজিল্যান্স ক্লিয়ার হয়নি। কিন্তু ভারতবর্ষের সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইনকানুন কিছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি!“

আরও পড়ুন- এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি: বিস্ফোরক মমতা

এরপরেই মমতা বলেন, “কেউ এসডিপিও থেকে শুরু করে কন্সটেবল হবে, সিভিক পুলিশ, এসডিও, বিডিও ডাক্তার হবে। কিন্তু কারও অধিকার নেই কোনও রাজনৈতিক দলের দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেব।“ তৃণমূল সুপ্রিমোর সাফ কথা, “বিজেপির নীতি এক দেশ, এক রাজনৈতিক দল। কোনও বিরোধী দলকে তাঁরা টিকতে দেবে না।“

দলীয় প্রার্থী জগদীশ রায় বাসুনিয়াকে ‘হিরে’ বলে উল্লেখ করে মমতা ভোট দেওয়ার আর্জি জানান। বলেন, তাঁর মুখ মনে করেই তৃণমূল প্রার্থীকে ভোট দিন।

Mrityunjoy Lokhsman

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago