মোদি সরকারের বিরুদ্ধে অবিজেপি দলগুলির ইস্যুভিত্তিক জোটের সলতে পাকাতে মমতা-সোনিয়া বৈঠক আজ

Must read

মোদি সরকারের বিরুদ্ধে অবিজেপি দলগুলির ইস্যুভিত্তিক জোটের সলতে পাকাতে রাজধানীতে আজ বৈঠকে বসবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শেষ সাক্ষাৎ হয় ২০১৮ সালের ১ অগাষ্ট। দশ জনপথে ওই দিনের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে কলকাতায় ব্রিগেডে জনসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতেই সেদিন ১০ জনপথে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন-অসম-মিজোরাম সীমান্ত অগ্নিগর্ভ কাঠগড়ায় মোদি-শাহ, কড়া ট্যুইট অভিষেকের

এরপর ওই বৈঠকের প্রায় তিন বছরের মাথায় ফের ১০ জনপথে যাবেন তৃণমূল নেত্রী। গতকাল, মঙ্গলবারই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একজন ফলোয়ার। সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার নেত্রীর সঙ্গে দফায় দফায় দেখা করেছেন কংগ্রেস নেতারা। ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ আনন্দ শর্মা এবং সাংসদ অভিষেক মনু সিংভি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকে বসার আগে এই সৌজন্য সাক্ষাতগুলি ছিল আজকের বৈঠকের প্রস্তুতি।

আরও পড়ুন-বাংলা পর্যাপ্ত টিকা পায়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজ্যের জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী

এছাড়াও আজ আরও কিছু কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তৃণমূল সূত্রে খবর,
বেলা ১টায় – সুখেন্দুশেখর রায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক রয়েছে মমতার।
দুপুর ২টো – সুখেন্দুশেখর রায়ের বাড়িতেই সাংবাদিক বৈঠক
বিকেল ৪.৩০টে – সোনিয়া গান্ধীর সঙ্গে ১০ জনপথে বৈঠক
সন্ধে ৬টা – সাউথ অ্যাভিনিউতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক

 

Latest article