কুয়েতের অগ্নিকাণ্ডে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিবকে বড় নির্দেশ

স্থানীয় সময় সকাল ৬টার সময় এই আগুন লাগে। পুলিশের তরফে খবর, যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে মূলত গৃহকর্মীরা থাকতেন

Must read

বুধবার দক্ষিণ কুয়েতের (Kuwait) মাঙ্গাফ শহরের বহুতলে বিধ্বংসী আগুন লাগে। মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ এই মর্মে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টার সময় এই আগুন লাগে। পুলিশের তরফে খবর, যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে মূলত গৃহকর্মীরা থাকতেন। আগুন লাগার ঘটনার সময় ভবনটিতে বেশ কিছু শ্রমিক ছিলেন। আগুন লাগার পর ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অনেকের। ওই ভবনটিতে প্রায় ১৯৫ জন শ্রমিকের বসবাস করে।

আরও পড়ুন-ঠ্যালার নাম বাবাজি, চাপের মুখে “মোদী কি পরিবার” বাক্যটি মুছে ফেলার অনুরোধ প্রধানমন্ত্রীর

কুয়েতের ঘটনার ভারতীয়দের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন এদিন তিনি। শুধু তাই নয়, কুয়েতে থাকা বাংলার মানুষদের খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জেনে আমি গভীরভাবে মর্মাহত। ইতিমধ্যেই ৪০ জনেরও বেশি প্রাণ গিয়েছে। শোকাহত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আমি কুয়েতে থাকা পশ্চিমবঙ্গের মানুষদের সুস্থতা সম্পর্কে জানতে এবং জরুরি ভিত্তিতে যেকোন রকম পদক্ষেপ নেওয়ার জন্য আমার মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছি।’

আরও পড়ুন-কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডে ৫ ভারতীয় সহ ৪১ জনের মৃত্যু

উল্লেখ্য, কুয়েতে ভারতীয় দূতাবাস এক্সে একটি পোস্টে ইতিমধ্যেই বলেছে, ” ভারতীয় কর্মীদের মর্মান্তিক অগ্নিকাণ্ডের সঙ্গে, দূতাবাস একটি জরুরি হেল্পলাইন নম্বর +965-65505246 চালু করেছে। সংশ্লিষ্ট সকলকে যেকোন রকম আপডেটের জন্য এই হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। দূতাবাস যথাসম্ভব সব ধরনের সহযোগিতা করবে।’

 

Latest article