হিন্দমোটর কারখানা চত্বরে টিটাগড় ওয়াগন কারখানায় মেট্রো ও ব্রডগেজ রেলের কোচ তৈরি শুরু হয়েছে। আজ, বুধবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন হিন্দমোটরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিটাগড়ে মেট্রোর কোচ তৈরির কারখানার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি (BJP) সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে ভোরবেলা তল্লাশির প্রসঙ্গ তুলে মমতা বলেন, ২১ জুলাই ঐতিহাসিক সমাবেশের পরের দিন ২২ তারিখ ভোরেই কেন পদক্ষেপ ইডির! তৃণমূল সুপ্রিমোবলেন, ‘কেন ভোরবেলা গেল তদন্তকারী দল? একদিনেই এত সম্পত্তির হদিশ পেল কী করে? বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই সকলকে সাসপেন্ড করেছে। খালি তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করছে।’
আরও পড়ুন-টিটাগড় ওয়াগনে হচ্ছে কোচ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এরপরেই তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ২০২৪-এ ক্ষমতায় আসছে না বিজেপি। এটা আগেও বলেছি, এখনও বলছি। জ্যোতিষীদের কথা শুনে গেরুয়া শিবির বাড়ি ভেঙে বাড়ি করলেও, তাতে ভাগ্য পরিবর্তন হবে না। ভয় পেয়ে বাংলা ও বাংলার শাসকদলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কেউ ভুল করলেন, আর তা আইনত প্রমাণিত হলে- তিনি শাস্তি পাবেন। কিন্তু এই ভাবে কিছু প্রমাণের আগেই কাউকে দোষী বানিয়ে দেওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবসময় বিবেকবানদের পক্ষে। বৃত্তবানদের পক্ষে নই। তাই আমাকে ধমকে-চমকে কোনও লাভ নেই। মহারাষ্ট্রর পরে ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড ও বাংলার দিকে গেরুয়া শিবির নজর দিয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তাঁর মতে, বাংলাকে কব্জা করার সাধ্য বিজেপির নেই।