‘আপনি জানেন বাংলা নব জাগরণের পুন্যভূমি, সংস্কৃতির মাটি’ মোদিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

একইসঙ্গে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরলেন তিনি। প্রশ্ন তুললেন, "বাংলার বদনাম করা বাংলাকে ভাতে মারার চিন্তা কেন মোদির?"

Must read

বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের আচরণের বিরুদ্ধে এদিন সরব মুখ্যমন্ত্রী (chief minister)। শনিবার ভার্চুয়াল বার্তায় নরেন্দ্র মোদির বাংলাকে বদনামের কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরলেন তিনি। প্রশ্ন তুললেন, “বাংলার বদনাম করা বাংলাকে ভাতে মারার চিন্তা কেন মোদির?”

আরও পড়ুন-‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’ মোদি সরকারের দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

মোদির মন্তব্যের পাল্টা এক অডিও বার্তায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বাংলাকে এত বঞ্চনা করেছেন, নিপীড়ন, শোষণ করেছেন আপনারা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। বাংলা ৫ বার ১০০ দিনের কাজে প্রথম, যদি গাফিলতি থাকত তবে কেন প্রথম করা হল? ৫৪ টা টিম এসেছিল সব হিসেব দিয়েছি আমরা, তারপরও ২০২৩-২৪ বাজেটে বাংলাকে টাকা দেওয়া হয়নি। আবাস যোজনায় ৪ বার প্রথম হয়েছে বাংলা তারপরও বাংলার বাড়ি বন্ধ করা হল। বিজেপির লোকাল নেতাদের কথায় সেই টাকা বন্ধ করা হল। গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে আমরা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই। আমি নিজে ৫ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমার মন্ত্রীদের টিম গিয়েছে দেখা করতে। সাংসদরা দেখা করেছেন। তারপর ওনার দল বলেছে বাংলাকে আমরা ভাতে মারব। যারা এত অত্যাচার করে তারা বাংলায় হিংসা নিয়ে অভিযোগ তোলার আগে উত্তর দিক, মণিপুরে ৩ মাস ধরে কী করছেন?”

আরও পড়ুন-চিকিৎসকদের জন্য কড়া নিয়ম ন্যাশনাল মেডিক্যাল কমিশনের, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের থেকে চলবে না উপহার

এর পাশাপাশি মোদিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মোদিজি বাংলাকে বদনাম করা, বাংলাকে ভাতে মারার চিন্তা কেন সর্বদা আপনার মাথায়? কারণ বাংলাকে আপনি ভয় পান। আপনি জানেন বাংলা নব জাগরণের পুন্যভূমি, সংস্কৃতি মাটি। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই, আমরা একসাথে চলি। অন্যদিকে আপনাদের কাজ মণিপুরে জাতি দাঙ্গা লাগানো, দার্জিলিং, উত্তরবঙ্গকে টুকরো করা, জঙ্গলমহলে আগুন লাগানো। সেটা আমরা লাগাতে দেব না।”

Latest article