একুশের বিধানসভা ভোটে ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পর সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি ও মোদি বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা রাতারাতি কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ”বাঙালি প্রধানমন্ত্রী” এখন ট্রেন্ডিং। তারই মাঝে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ”ভাবী প্রধানমন্ত্রী” হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শুরু হয়ে গেলেই দেওয়াল লিখন।
২১ জুলাইকে সামনে রেখে এই কর্মসূচি নিয়েছে তামিলভূমের দিদির অনুগামীরা। রাজ্যের মাদুরাইয়ের মাত্থুয়াভানি বাস স্ট্যান্ডের কাছে ”মমতা বন্দ্যোপাধ্যায় আম্মা”র সমর্থনে বিশাল বিশাল দেওয়াল লিখন চোখে পড়ছে। দেওয়াল লিখনে “অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস”র ব্যানারে লেখা হয়েছে ”ভারতের ভাবী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্মা।”
আরও পড়ুন-গান্ধী পরিবার নয়, জাতীয় রাজনীতির বিরোধী মুখ একমাত্র মমতা
তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের দাবি, খুব দ্রুত দেশব্যাপী সফরে বেরিয়ে দক্ষিণের এই রাজ্যেও আসবেন তৃণমূল নেত্রী। এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে বৈঠকে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৫ জুলাই দিল্লি সফরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে চারদিন থাকার কথা রয়েছে তাঁর। তখন তিনি সংসদ ভবনেও যাবেন। এছাড়াও রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচি।