প্রতিবেদন : সোমবার বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দলের গুরুত্বপূর্ণ কর্মীরাও অংশ নেবেন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই সভায় থাকবেন থাকবেন অন্যান্য নেতৃত্বও। মঙ্গলবারই দলনেত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সমস্ত বিএলও ও কর্মীদের নিয়ে বৈঠক করার কথা।
আরও পড়ুন-ময়মনসিংহ-কাণ্ডে ন্যায়বিচার চাই, প্রথম প্রতিক্রিয়া ভারতের
রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পর যেসমস্ত অসঙ্গতি দেখা গিয়েছে, তা নিয়ে স্পষ্ট বার্তা দেবেন তিনি। সার্বিকভাবে আরও দলকে আরও সতর্ক করে দিতেই এই বৈঠক। বৈঠক থেকে দলনেত্রী কর্মীদের আগামীর রোডম্যাপ তৈরি করে দেবেন। নেত্রী আগেই স্পষ্ট জানিয়েছিলেন, এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে চেক করুন। যাঁদের নাম বাদ গেল কী কারণে বাদ গিয়েছে সেটা ভাল করে বুঝে নিন। তাঁদের যা সহযোগিতা দরকার করুন। এবার যাতে হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে বলে দিকনির্দেশিকা দেবেন মখ্যমন্ত্রী।

