বিদেশ থেকে ফিরে পায়ের চোটের ফলে একপ্রকার গৃহবন্দী হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি সেরেছেন মুখ্যমন্ত্রী । কালীঘাটের বাড়ি থেকেই প্রায় ১২০০ পুজোর উদ্বোধন করেছেন তিনি। দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি করলেও এখন যেহেতু তিনি অনেকটাই সুস্থ তাই কালীপুজোর (Kali Puja 2023) উদ্বোধন সশরীরে করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আগামী বুধবার থেকেই মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধন শুরু করতে চলেছেন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী এই বছরের কালীপুজোর উদ্বোধন শুরু করবেন বলেই খবর।
আরও পড়ুন-১৯ নভেম্বর ‘ওয়ার্ল্ড টেরর কাপ’ খেলে দেখাব, এয়ার ইন্ডিয়া বিমান ওড়ানোর হুমকি পান্নুর
কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটিগুলির সারা বছরের অপেক্ষা থাকে মুখ্যমন্ত্রীর হাতে পুজো উদ্বোধন করবেন বলে। মনে করা হচ্ছে, বুধবার মুখ্যমন্ত্রী প্রথমে যেতে পারেন জানবাজারে। সেখান থেকে শেক্সপিয়র সরণিতে উদ্বোধন করবেন। সন্ধেবেলা ‘ভেনাস ক্লাব’-এর কালীপুজোর উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-শহরে শুরু ছটপুজোর প্রস্তুতি, মাঠে নামল কেএমডিএ
প্রসঙ্গত, গতবছর কলকাতার বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও কলকাতার কয়েকটি কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আগামী বুধবার থেকে কালীপুজোর উদ্বোধন শুরু করেছেন তিনি। সবমিলিয়ে দীপাবলি ও কালীপুজোর রেশ যে ইতিমধ্যেই শুরু হয়ে গেল সেটা বলার অপেক্ষা রাখে না।