মহালয়ার পর থেকে শুরু হয়ে গিয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আজ, মহাপঞ্চমী।
এই উৎসবের দিনেও বড় অসহায় কিছু মানুষ। ছেলে-মেয়ে, আত্মীয়-পরিজন,পরিবার সবকিছু থেকেও কিছুই নেই। প্রিয়জনদের ছেড়ে আজ তাঁরা অনেক দূরে। উৎসবের কোলাহল, আলো কিছুই পৌঁছয় না তাদের জীবনে। দুর্গা পুজোর চারটি দিন তাঁদের কাছে বছরের আর পাঁচটা দিনের মতোই।
আরও পড়ুন-তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া, আপত্তি উঠছে মডার্নার টিকায়
বৃদ্ধাশ্রমের সেই “অসহায়” আবাসিকদের জীবনেও আলোর জ্যোতি পৌঁছে দিতে প্রতিবছর পুজোর সময় কিছু উপহার নিয়ে তাঁদের কাছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও চেতলার সেই “নবনীড়” বৃদ্ধাশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী। নবনীড়ের আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। স্বাস্থ্যের খোঁজ নেবেন ও গল্প করবেন।
গতবছর রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে গিয়ে গান পরিবেশন করেন। আন্তরিকতায় আবাসিকদের মন ছুঁয়ে গেছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও এখানে সময় কাটাতে পেরে খুব আনন্দিত হয়েছিলেন।
অষ্টমীর দিন আবাসিকদের জন্যে ভোগের আয়োজন করতেও নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। আবার নবনীড়ের আবাসিকদের সঙ্গে পুজোর আড্ডা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।