দীপাবলী ও কালীপুজো বাঙালির আলোর উৎসব। দীপান্বিতা অমাবস্যায় চলছে কালীপুজো। প্রতি বছরের মতো এবারও নিজের কালীঘাটের বাড়িতে মায়ের আরাধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পুজোর প্রস্তুতি তুঙ্গে। পুজোর আয়োজনে সকাল থেকে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আর পাঁচটি বাড়ির মহিলাদের মতো পুজোর আয়োজন নিজের হাতে করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। প্রদীপ জ্বালানো থেকে মায়ের ভোগ রান্না, সবেতেই হাত লাগালেন মুখ্যমন্ত্রী। পুজোর আয়োজনে সমস্ত খুঁটিনাটিতেই তাঁর নজর।
আরও পড়ুন-আমেরিকাতেও ব্রাত্য পেগাসাস
কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সকলের জন্য অবারিত দ্বার। করোনা আবহে অবশ্য বেশ কিছু বিধি নিষেধ রয়েছে। তবে সাধারণের জন্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছাড়। পুজো দেওয়া থেকে শুরু করে মায়ের দর্শন, যে কেউ যেতে পারেন কিছু বিধি-নিষেধ মেনে। সকলকে নিয়ে অঞ্জলি দিতে দেখা যায় তাঁকে।
এদিব রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন গান গাইলেন। মুখ্যমন্ত্রীর প্রদীপ জ্বালিয়ে আরতির সময় তাঁকে ‘আগুনের পরশমনি’ গানটি গাইতেও শোনা যায়। মুখ্যমন্ত্রীর এই পুজোয় নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকরা আমন্ত্রিত ছিলেন। বিশেষ বাসে নবনীড়ের ৩৪ জন আবাসিক মুখ্যমন্ত্রীর বাড়িয়ে পুজোয় এসে মুগ্ধ। প্রবীণদের পুজো দেখার জন্য আলাদা করে বসার ব্যবস্থা করা হয়েছে। সেদিকেও তদারকি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে, এদিন কালীঘাটে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাও।
আরও পড়ুন-দীপাবলির আলো নিভে বাংলায় অন্ধকার নেমে এল এসএসকেএম এ, দুঃখপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
কালী মূর্তির পাশেই রাখা মমতার প্রয়াত ভাইয়ের ছবি। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে মমতার মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।
অন্যদিকে, দলের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ থেকে শুরু করে পুলিশ কর্তা-আমলা-সেলিব্রিটিরাও আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়।