বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাঠ করালেন রাজ্যপাল

Must read

ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ের পরে বিধায়ক পদে অবশেষে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর দুটোয় বিধানসভায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন ও আমিরুল ইসলামকেও শপথবাক্য পাঠ করালেন ধনকড়।

আরও পড়ুন-

বেনজির ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তিন নবনির্বাচিত বিধায়ককে বিধানসভায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। দুটোর কিছুক্ষণ আগেই বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়। উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বিধানসভার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন নবনির্বাচিত 3 বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন তৃণমূল সাংসদও। তবে, বিজেপির কোনও বিধায়ক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শপথবাক্য পাঠ করানোর পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কুশল বিনিময় করেন অধ্যক্ষের সঙ্গেও। কোভিড বিধি মেনে ১০ মিনিটই শেষ হয় অনুষ্ঠান।

Latest article