ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হল ১৫ অগস্ট। ২০০ বছরের পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হয়ে এই দিন স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র ভারতের স্বাধীনতা পাওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় না, স্মরণ করা হয় ভারতের বীর সন্তানদের, যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন।
১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনে ভারতীয়দের উপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। এই পরাধীনতার বেড়াজাল থেকে ভারতবাসীদের মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর।
এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রাজগুরু, জহরলাল নেহরু, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, প্রমুখ। এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতির জনগণের উদ্দেশ্যে আজকের দিনের জন্য নিজের বক্তব্য টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন।
আরও পড়ুন-সুকান্ত ভট্টাচার্যর জন্মদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
তিনি বলেন, ‘ভারতের জন্য আমার স্বপ্ন আছে! জনগণের জন্য, আমি এমন একটি জাতি গড়তে চাই যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে কোনও মহিলা নিরাপত্তাহীনতা বোধ করবে না, যেখানে প্রতিটি শিশু শিক্ষার আলো দেখবে, যেখানে সবার সাথে সমান আচরণ করা হবে, যেখানে কোনও নিপীড়ক শক্তি জনগণকে বিভক্ত করবে না এবং সম্প্রীতি দিনটিকে সংজ্ঞায়িত করবে। এই মহান জাতির জনগণের কাছে আমার প্রতিশ্রুতি যে আমি আমাদের স্বপ্নের ভারতের জন্য প্রতিদিন চেষ্টা করব। আমার ভারতবাসী, ভারতের জন্য আপনার স্বপ্ন কী?’
I have a dream for India!
For the people, I want to build a nation where no one goes hungry, where no woman feels unsafe, where every child sees the light of education, where all are treated equally, where no oppressive forces divide the people & harmony defines the day.
(1/2)— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022