পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : মাসের প্রথম দিনেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার পেট্রোলিয়াম কোম্পানিগুলি ভরতুকিবিহীন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ২৫ টাকা বাড়িয়েছে। ভরতুকিযুক্ত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন কলকাতায় প্রতি সিলিন্ডারে ৯১১ টাকা। দু’সপ্তাহের ব্যবধানে এলপিজি সিলিন্ডারের দ্বিতীয় মূল্যবৃদ্ধি।
আরও পড়ুন- বিজেপির “উইকেট বাঁচাও” বৈঠকে “নন প্লেয়িং” ১১!
এই ঘটনায় ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন ট্যুইট করে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, সাধারণ মানুষের স্বার্থে দাম কমান৷
অতিমারির সময়কালে এমনিতেই আর্থিক অসচ্ছলতা এসেছে বহু পরিবারে৷ করোনার কোপে চাকরি খুইয়েছেন বহু মানুষ৷ অনেকে সংসার চালাতে জীবিকার অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷ ২০১৪ সালে যেখানে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫০ টাকা, সেখানেই বর্তমানে তা ৯১১ টাকায় বেড়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন- শুভেন্দুকে ছাড় কেন? ইডির দ্বিচারিতায় প্রশ্ন
১৮ অগাস্ট গ্যাস কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ২৫ টাকা বাড়িয়েছিল। দু’সপ্তাহের ব্যবধানে একইভাবে, ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ১৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল। বুধবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৭৫ টাকা বাড়ানো হয়েছে, ফলে এখন প্রতি সিলিন্ডারে ১৬৯৩ টাকা খরচ হবে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত এলপিজির দাম ধাপে ধাপে ১৯০ টাকা বেড়েছে। দাম বেড়েছে কমার্শিয়াল সিলিন্ডারেরও। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রের তুমুল সমালোচনায় সরব হয়েছে৷ যদিও গ্যাসের দাম কমানো নিয়ে তৎপর হওয়ার পরিবর্তে মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন সাংবাদিক বৈঠক করে৷ এদিকে, সাধারণ মানুষের হেঁশেলে আগুন।