মুখ্যমন্ত্রী কাছের মানুষ : সৌরভ

Must read

প্রতিবেদন : শুক্রবার সন্ধ্যায় বেহালার বাড়িতে অমিত শাহের সঙ্গে নৈশভোজ। সেই নৈশভোজের ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Minister Firhad Hakim) পাশে বসিয়ে তিনি (Sourav Ganguly) বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমার খুব কাছের মানুষ।” তবে তিনি রাজনীতিতে আসছেন কি না এ প্রশ্নে এদিনও নীরব ছিলেন সৌরভ। তিনি নীরব থাকলেও এই নিয়ে মুখ খুলেছেন স্বয়ং সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, সৌরভ রাজনীতিতে এলে ভালই করবেন। মানুষের জন্য অনেক ভাল কাজ করবেন। তবে এরপরই ডোনা স্পষ্ট করে জানিয়ে দেন যে অমিত শাহের সঙ্গে নৈশভোজের আসরে রাজনীতির কোনও কথাই হয়নি। শনিবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক সৌরভ। সেই সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন বাংলার মহারাজ। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব কাছের মানুষ। আর আমার বলার দরকার পরে না যে ফিরহাদ হাকিমের কাছে যেকোনও মানুষ গেলে তাঁরা উপকৃত হন। আমি যদিও মাঝে মাঝে বেশি বিরক্ত করে ফেলি। সব সময় সবাই সাহায্য পেয়েছে ওঁর থেকে।’’

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়কদের নমুনা স্বাক্ষর

Latest article