হুগলির আরামবাগে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। কামারপুকুরে ত্রাণ শিবিরে নিজে হাতে দুর্গতদের পাতে খাবার পরিবেশন করলেন তিনি। অসহায় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে সামনে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় বাসিন্দারা। ত্রাণ শিবিরের অনেকেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন তাঁদের সঙ্গে। সমস্যা শোনার পাশাপাশি সমাধানের আশ্বাসও দেন।
মঙ্গলবার হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)। আজ প্রথমে আরামবাগে সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উদ্দেশে।
আরও পড়ুন- ১২ শতাংশ বাড়ল জিএসটি আদায়, বাংলার অর্থনীতির গৌরবের খতিয়ান পেশ মুখ্য়মন্ত্রীর
একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপর রাজ্যকে না জানিয়ে ডিভিসির ছাড়া জল। জোড়া ফলায় প্লাবিত বাংলার একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি আরামবাগেও। ব্যাপক সমস্যার সম্মুখীন মানুষ। বহু পরিবারের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে।
ঘাটালবাসীর জল-যন্ত্রণা থেকে মুক্ত করতে কেন্দ্রের শত উপেক্ষার পর রাজ্য সরকার নিজের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। শুরু হয়ে গিয়েছে কাজও। তবে এই কাজ শেষ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে।