প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার সময় স্কুলে ভিজিটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবছরও তার অন্যথা হল না। বিধানসভায় ঢোকার আগে তিনি গেলেন আশুতোষ মুখার্জি রোডের ইউনাইটেড মিশোনারি গার্লস হাই স্কুলে। কথা বললেন পরীক্ষার্থীদের অভিভাবক এবং স্কুলের শিক্ষক-শিক্ষাদের সঙ্গে। পরীক্ষার্থীদের আশীর্বাদ করেন। শুভেচ্ছা জানান।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) অভিভাবকদের জিজ্ঞেস করেন, “ছাত্রছাত্রীদের পরীক্ষা কেমন হয়েছে? সব ভালো হয়েছে তো? পরীক্ষা কবে শেষ? কী কী পরীক্ষা বাকি রয়েছে? একইসঙ্গে তাঁর সংযোজন, “আগে পড়ুয়ারা ৪০ নম্বরই পেত না। এখন উচ্চশিক্ষার জন্য ৮০-৯০ নম্বর দেওয়া হয়। CBSE-ICSE -র ছেলেমেয়েরা ভালো নম্বর পেয়ে যায়, আমাদের ছেলেমেয়েরা ভালো না পেলে ন্যাশনাল কম্পিটিশনে কীভাবে যাবে। পরীক্ষা ভালো হচ্ছে শুনে ভালো লাগল। আমি আপনাদের সঙ্গে দেখা করে গেলাম। আমার অনেক শুভেচ্ছা থাকল। মাধ্যমিক পরীক্ষার্থীদের আশীর্বাদ করে জানালেন, ওরা ভালো থাকুক, ওরা বড় হোক।”
আরও পড়ুন- দেউচা-পাঁচামির কাজ শুরু হয়েছে দ্রুতলয়ে, ১৪৩ জন পেলেন সংশোধিত পরচা
আশুতোষ মুখার্জি রোডে ইউনাইটেড মিশোনারি গার্লস হাই স্কুলে কতগুলি স্কুলের সিট পড়েছে তাও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে চান মুখ্যমন্ত্রী। তিনি জানালেন তাঁর ভাইঝিও (অর্পিতা বন্দ্যোপাধ্যায়) এই স্কুলে পড়েছেন।
শেষে মুখ্যমন্ত্রী ওই স্কুলের শিক্ষিক -শিক্ষিকাদের জিজ্ঞেস করেন স্কুলে রঙ কেন করা হচ্ছে না। বলেন, যদি আপনারা রঙ করেন কী এস্টিমেট আছে আমাকে বলে দেবেন। ফর্ম ফিল আপ করুন। কোথায় সেই ফর্ম জমা দেওয়া হবে তাও বলে দেন মুখ্যমন্ত্রী, সেটাও যদি না হয় তিনি বলে দেন পরীক্ষার পর স্কুল থেকে সেই ফিল আপ করা ফর্ম নিয়ে যাওয়া হবে।