আইএসএলে দেখতে চাই, মহমেডানকে সাহায্যের বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : আইএসএলে খেলতে মহমেডান স্পোর্টিং ক্লাবকে সবরকম ভাবে সাহায্য করতে প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ময়দানের ক্লাব মাঠে কলকাতা লিগ জয়ের বিজয় উৎসবে মুখ্যমন্ত্রীর এই বার্তা পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত ক্লাব কর্তা থেকে কোচ-ফুটবলার ও সভ্য সমর্থকরা। মুম্বইয়ে থাকলেও ৪০ বছর পর মহমেডানের লিগ জয়ের উৎসবে ফোনে শুভেচ্ছা-বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে শুভেচ্ছা বার্তা জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : Mamata Banerjee on Central Government : UAPA-এর অপব্যবহার করছে কেন্দ্র, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

সেই বার্তা রেকর্ড করে উৎসব মঞ্চ থেকে উপস্থিত সবাইকে শোনানো হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মহমেডানকে ধন্যবাদ জানাই। আমি চাই শুধু বাংলা নয়, সারা ভারতে সাফল্য আসুক মহমেডানের। আমি চাই আইএসএলে খেলুক মহমেডান। তার জন্য আমরা সবাই মহমেডানকে সাহায্য করব।’’ চার দশক পর কলকাতা লিগ জয়ের জন্য চ্যাম্পিয়ন দলের কোচ, ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের সংবর্ধিত করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আরও দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসু। ছিলেন বিওএ-র সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। ১৯৮১ সালের লিগ জয়ী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উৎসবে সামিল হতে হায়দরাবাদ থেকে ছুটে এসেছিলেন মহম্মদ আলি, সাব্বির আলিরা। ছিলেন নঈমউদ্দিন, নাসির আহমেদের মতো প্রাক্তনরাও।

Latest article