আবাস যোজনার টাকা দিতে কেন্দ্রকে আবারও সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আর একমাস তিনি দেখবেন। এর মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে রাজ্য সরকারই সেই টাকা দিয়ে দেবে। এদিন বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের আর্থিক বঞ্চনার জন্য ১১ লক্ষেরও বেশি অনুমোদিত পরিবার বাড়ি তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কঠিন অবস্থার মধ্যে বাস করছে তারা। বারবার কেন্দ্রীয় সরকারকে তা জানানো হয়েছে। কিন্তু বকেয়া অর্থ পায়নি রাজ্য। আরও একমাস এই খাতে রাজ্য টাকা পাওয়ার জন্য অপেক্ষা করবে। যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয় তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার বিবেচনা করবে।
আরও পড়ুন- ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে কমছে সুদের হার, বড় ঘোষণা বাজেটে