”ফিরে আসুন এই রাজ্যে”: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

আজ, মঙ্গলবার, মুর্শিদাবাদের সুতির সভা থেকে পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

Must read

আজ, মঙ্গলবার, মুর্শিদাবাদের সুতির সভা থেকে পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরিযায়ী শ্রমিকদের স্থানীয়ভাবে কাজে নিয়োগ ও ঋণের সুবিধা দেওয়ার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দরকার নেই ভিক্ষা করে খাওয়ার। ফিরে আসুন এই রাজ্যে। আমরা বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি, হাত খরচ দিচ্ছি।”

আরও পড়ুন-মুর্শিদাবাদে ৭১৮ কোটি ১৯ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগে সোমবারও সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন বলেন, “আমি অনেকগুলো শুনেছি, যে আমাদের লোকেদের ওপর অত্যাচার হচ্ছে। অনেক অভিযোগ আমরা পাচ্ছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। যারা অত্যাচার করছেন, মনে রাখবেন, আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন। আমরা তাদের ভালোবাসি। তাহলে তোমরা কেন আমার ভাইবোনের গায়ে হাত দেবে?”

Latest article