চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

Must read

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি ময়দানে যেন উঠে এল একটুকরো ভারতবর্ষ। সভাস্থলে হাজার হাজার মানুষের পাশাপাশি মাঠের বাইরে, রাস্তায়, রেল স্টেশনে দাঁড়িয়ে রইলেন হাজার হাজার মানুষ। ভিড় ঠেলে আবার বেশ কিছু অনুগামী মাঠে ঢুকতেই পারলেন না! ফলে প্রিয় নেতার দর্শন অধরাই রয়ে গেল। মানুষের আবেগ ছিল এদিন চোখে পড়ার মতো।
রোদ উপেক্ষা করে সকলে অপেক্ষা করছিলেন তাঁদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাঁদের প্রিয় নেতা মঞ্চে উঠতেই জয়বাংলা স্লোগান ও দলীয় পতাকা দেখিয়ে তাঁকে স্বাগত জানান মাঠে থাকা কর্মী-সমর্থকরা। কর্মীদের আবেগের কারণে বক্তব্য রাখতে গিয়ে তাঁকে বেশ কয়েকবার বক্তব্য থামাতেও হয়। অভিষেক বলেন, আমি আনন্দিত, আপ্লুত। উত্তর ২৪ পরগনার মাটি আমার জন্য লাকি। আগামী বিধানসভা নির্বাচনে এই জেলায় ৩৩-০ করতে হবে। সব বুথে বুথে জোড়াফুল ফোটাতে হবে। এদিন তিনি মা-বোনদের এই জয়ের অংশীদার হওয়ার আবেদন জানিয়ে বনগাঁর দিকে নজর দিতে বলেন। তাঁর কথায়, ২-৪ জন আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে আছে বনগাঁর মাটিতে। এবার সেটা সাফ করে দিতে হবে। কারণ এবারের নির্বাচন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য নয়, বিশাল আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় ফেরা নয়, এবারের নির্বাচন বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। প্রতিবাদ-প্রতিরোধের নির্বাচন। সেনাপতির দীর্ঘ বক্তব্য শেষ হতেই মাঠ জুড়ে স্লোগান ওঠে— ‘অভিষেক অভিষেক অভিষেক’। কাছারি ময়দান ভেঙে পড়ে হাততালির আওয়াজে।

আরও পড়ুন-কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

Latest article