সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি ময়দানে যেন উঠে এল একটুকরো ভারতবর্ষ। সভাস্থলে হাজার হাজার মানুষের পাশাপাশি মাঠের বাইরে, রাস্তায়, রেল স্টেশনে দাঁড়িয়ে রইলেন হাজার হাজার মানুষ। ভিড় ঠেলে আবার বেশ কিছু অনুগামী মাঠে ঢুকতেই পারলেন না! ফলে প্রিয় নেতার দর্শন অধরাই রয়ে গেল। মানুষের আবেগ ছিল এদিন চোখে পড়ার মতো।
রোদ উপেক্ষা করে সকলে অপেক্ষা করছিলেন তাঁদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাঁদের প্রিয় নেতা মঞ্চে উঠতেই জয়বাংলা স্লোগান ও দলীয় পতাকা দেখিয়ে তাঁকে স্বাগত জানান মাঠে থাকা কর্মী-সমর্থকরা। কর্মীদের আবেগের কারণে বক্তব্য রাখতে গিয়ে তাঁকে বেশ কয়েকবার বক্তব্য থামাতেও হয়। অভিষেক বলেন, আমি আনন্দিত, আপ্লুত। উত্তর ২৪ পরগনার মাটি আমার জন্য লাকি। আগামী বিধানসভা নির্বাচনে এই জেলায় ৩৩-০ করতে হবে। সব বুথে বুথে জোড়াফুল ফোটাতে হবে। এদিন তিনি মা-বোনদের এই জয়ের অংশীদার হওয়ার আবেদন জানিয়ে বনগাঁর দিকে নজর দিতে বলেন। তাঁর কথায়, ২-৪ জন আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে আছে বনগাঁর মাটিতে। এবার সেটা সাফ করে দিতে হবে। কারণ এবারের নির্বাচন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য নয়, বিশাল আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় ফেরা নয়, এবারের নির্বাচন বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। প্রতিবাদ-প্রতিরোধের নির্বাচন। সেনাপতির দীর্ঘ বক্তব্য শেষ হতেই মাঠ জুড়ে স্লোগান ওঠে— ‘অভিষেক অভিষেক অভিষেক’। কাছারি ময়দান ভেঙে পড়ে হাততালির আওয়াজে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…
সংবাদদাতা, সিউড়ি : ২০১৭ থেকে সিউড়ি হাটজনবাজার রেললাইনের উপরে ওভারব্রিজের কাজ শুরু হয়েছিল। দীর্ঘ ১০…