Mamata Banerjee: কলকাতা পুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation Elections 2021) দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পরেও পুরভোটকে হালকা করে দেখতে রাজি নয় বাংলার শাসকদল (Trinamool Congress)। শনিবার, পুরভোটের প্রার্থীদের নিয়ে বৈঠকেও সেই বার্তাই দিয়েছেন তৃণমূলের কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, পুরসভা ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: Cyclone Jawad: ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বঙ্গে, শুধুই বৃষ্টিপাত

এদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ১৬ ডিসেম্বর বাঘাযতীন যুব সংঘের মাঠে যাদবপুর (Jadavpur) ও টালিগঞ্জ (Tollygunge) এলাকার প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। ওইদিনই বেহালা পূর্ব (Behala Purba) ও পশ্চিমের (Behala Paschim) একুশটি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে বেহালা চৌরাস্তায় (Behala Chourasta) জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: জোর করে ভোট নয় ,প্রার্থীদের কড়া নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এবারে পুরভোটে নিবিড় জনসংযোগ, বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সবার কাছে গিয়ে রাজ্য সরকার (West Bengal Government) এবং পুরসভার উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়ে প্রার্থনার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (All India Trinamool Congress General Secretary Abhishek Banerjee)। এবার দলনেত্রী (Trinamool Congress supremo Mamata Banerjee) নিজেই প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন।

Latest article