প্রতিবেদন : আগামী ১০ সেপ্টেম্বর শুক্রবার গণেশ চতুর্থীর পূর্ণ লগ্ন-তিথিতে ভবানীপুর উপনির্বাচনের জন্য আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচন কমিশনের গাইড লাইন ও করোনা বিধি মেনেই মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। তাই মনোনয়ন পর্বে যাতে কোনও ভাবেই কর্মী সমর্থকদের ভিড় না হয়, সে বিষয়ে চেতলার কর্মিসভা থেকেই কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন :এনডিএতে মেয়েরাও, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র
এদিকে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, কেউ যদি লোকসভা, রাজ্যসভা কিংবা বিধানসভার সদস্য হন, তা হলে তাঁরা কোনও রাজনৈতিক দলের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট হতে পারবেন না। তাই ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট হবেন দলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাই প্রথমে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল রাজ্য সভাপতির মুখ্য নির্বাচনী এজেন্ট হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। এক্ষেত্রে ফিরহাদ হাকিমের নামও উঠে এসেছিল। কিন্তু একই নিয়মের গেরোয় পরে তা হচ্ছে না।