প্রতিবেদন : বাংলা-বাঙালি এবং বাংলা ভাষার প্রতি বিদ্বেষের প্রতিবাদে নেত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে। নানুর দিবসের অনুষ্ঠানের পাশাপাশি বীরভূমে সরকারি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (mamata banerjee)। সেইসঙ্গে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেবেন নেত্রী স্বয়ং। মিছিল যে জনসমুদ্রে পরিণত হবে তা বলার অপেক্ষা রাখে না। নেত্রী (mamata banerjee) জানিয়েছেন, এবার থেকে যেখানেই যাবেন, সেখানেই ভাষা আন্দোলনের মিছিল করবেন।