প্রতিবেদন : লাগাতার বৃষ্টি-বিধ্বস্ত পাহাড়। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রওনা দিচ্ছেন তিনি। উত্তরবঙ্গের যে সমস্ত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সব এলাকা পরিদর্শনেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সফর সম্পূর্ণভাবে নির্ভর করছে আবহাওয়ার উপর। আবহাওয়া ঠিক না থাকলে বাতিল হতে পারে সফর। তবে, এই সফরে দার্জিলিং যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই সোজা গোয়া যাওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। ইতিমধ্যে গোয়ায় একের পর এক হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো দলে যোগ দিয়েছেন। এছাড়া একের পর এক ফুটবলার থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব রোজই যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছেন এই রাজ্যকে।
আরও পড়ুন-মোদি জমানায় দেশ ছেড়েছেন ৩৫ হাজার শিল্পপতি : অমিত
আপাতত কর্মসূচি এইরকম— ২৪ অক্টোবর বাগডোগরা পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ২৫শে উত্তরকন্যাতে প্রশাসনিক বৈঠক। ২৬ অক্টোবর কার্শিয়াঙে আরও একটি প্রশাসনিক বৈঠক রয়েছে। ২৭ তারিখ কলকাতায় ফিরবেন। ২৮ অক্টোবর গোয়া রওনা হবেন। গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের সঙ্গে দলীয় বৈঠক করবেন। এরপর সাংবাদিক বৈঠক ও সভা করারও পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর গোয়া সফর সর্বভারতীয় রাজনীতিতে নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন-গোসাবায় প্রচারে মানুষের ঢল
প্রথম দফার উপনির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় হঠাৎ তাঁর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় সফর বাতিল হয়। এখন অতিবর্ষণ, ভূমিধসে বিধ্বস্ত পাহাড়। রবিবার, সেখানে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে। দিনহাটাতে উপনিবার্চন রয়েছে। সময় পেলে এবং আবহাওয়া ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।